লোকসভা নির্বাচনের মধ্যেই ভারতের মহারাষ্ট্রে মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছে। বুধবার মহারাষ্ট্রের গড়চিরোলিতে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদের হত্যা করা হয়। ওই হামলার কয়েকঘণ্টা আগে সেখানে প্রায় ৩০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে মাওবাদীরা হামলা চালায়। বিস্ফোরণস্থলে পুলিশ-মাওবাদী গুলি বিনিময় চলছে বলে তারা জানিয়েছে। গড়চিরোলি রেঞ্জের ডিআইজি অঙ্কুশ শিন্ডে বলেন, একটি গাড়িতে করে কুরখেড়া থানা থেকে কুইক রেসপন্স টিম পুরাদা গ্রামের দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণ ঘটে। ১৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে।বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ওই গাড়িতে মোট ২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন বলে জানা গেছে। লোকসভা নির্বাচন চলাকালে এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে গড়চিরোলিতে মাওবাদী হামলার নিন্দা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিন্দা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও।
উল্লেখ্য, কয়েকদিন আগে ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি হামলা চালায় মাওবাদীরা। ওই হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মান্ডভি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।