পাঁচ বছর পর আইএসের শীর্ষ নেতার ভিডিও প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৩০শে এপ্রিল ২০১৯ ০১:২৫ অপরাহ্ন
 পাঁচ বছর পর আইএসের শীর্ষ নেতার ভিডিও প্রকাশ

পাঁচ বছর পর সোমবার নিষিদ্ধ ঘোষিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএসের) শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির একটি ভিডিও প্রকাশিত হয়েছে। শ্রীলংকায় সিরিজ হামলার দায় স্বীকার ও প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে বাগদাদির ওই ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে সর্বশেষ ২০১৪ সালে ইরাকের মসুল থেকে ইরাক ও সিরিয়ার কিছু অংশজুড়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ভিডিও প্রকাশ করেছিলেন এ আইএস নেতা। খবর বিবিসি ও রয়টার্সের। ইরাকে জন্ম নেয়া এই আইএস নেতার আসল নাম ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম আল বাদরি। গত পাঁচ বছরে তার কোনো ভিডিওবার্তা প্রকাশিত না হলেও গত বছরের আগস্টে তার একটি অডিওবার্তা প্রকাশিত হয়েছিল।

সোমবার প্রকাশিত ভিডিওতে জঙ্গিগোষ্ঠীটির আওতাধীন বিভিন্ন অঞ্চল হারানোর প্রতিশোধ নেয়ার হুমকি দেন আবু বকর আল বাগদাদি। এতে শ্রীলংকায় হামলার দায়ও স্বীকার করা হয়। ১৮ মিনিটের ভিডিওটিতে বাগদাদি সিরিয়ার বাঘুজে আইএসের পরাজয় স্বীকার করে নিয়েই প্রতিশোধের এ হুমকি দেন। উল্লেখ্য, সিরিয়ার বাঘুজেই ছিল আইএসের সর্বশেষ ঘাঁটি। সদ্য প্রকাশিত ভিডিওতে আল বাগদাদি বলেন, বাঘুজের যুদ্ধ শেষ হলেও আরও অনেক কিছু বাকি আছে। ভিডিওটি ঠিক কবে ও কোথায় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। যদিও আল ফুরকান মিডিয়ার দাবি, এটি এপ্রিলে ধারণ করা।

এদিকে ভিডিওর ব্যক্তি আদৌ আবু বকর আল বাগদাদি কিনা, তা কেউ নিশ্চিত করতে পারেনি। ভিডিওর শুরুতে লিখিত বক্তব্য পাঠ করে আবু বকর আল বাগদাদিকে বসে থাকতে দেখা যায়। এ সময় তার আশপাশে মুখোশ পরিহিত আইএসের কিছু কর্মীকে দেখা যায়। এতে আল বাগদাদি বাঘুজের পরাজয়ের পাশাপাশি শ্রীলংকা হামলার বিষয়েও কথা বলেন। একই সঙ্গে মালি ও বুরকিনা ফাসোয় জঙ্গিগোষ্ঠীটির কর্মীদের তৎপরতার প্রশংসাও করেন তিনি।

ইনিউজ ৭১/এম.আর