এক ভোটে পাস হলো ব্রেক্সিট পিছানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা এপ্রিল ২০১৯ ০১:১৭ অপরাহ্ন
এক ভোটে পাস হলো ব্রেক্সিট পিছানোর প্রস্তাব

অবশেষে মাত্র এক ভোটের ব্যবধানে ব্রিটিশ পার্লামেন্টে পাস হলো ব্রেক্সিট পেছানোর প্রস্তাব। লেবার নেতা ভেটি কুপারের নেতৃত্বে একদিনের মধ্যেই পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে এ প্রস্তাব পাস হয়। বিবিসি জানিয়েছে, কোনো চুক্তি ছাড়া যেন ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসতে না হয়, সেজন্য বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৩১২ ভোটের বিপরীতে ৩১৩ ভোটে সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রী টেরেসা মে’কে চাপ দেয়া হবে, যেন তিনি ব্রেক্সিট প্রক্রিয়া কার্যকরের জন্য সময় বাড়াতে ইইউ’র কাছে আবেদন জানান।

তবে নতুন এই প্রস্তাব আইন হিসেবে প্রণয়নের জন্য অবশ্যই উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের অনুমোদন লাগবে। অবশ্য ব্রেক্সিটের সময় বাড়ানোর ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদন আসতে হবে ইইউ থেকেই। একদিন আগে ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা কাটাতে লেবার নেতা জেরেমি করবিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী টেরেসা মে। তারপরই এ ধরনের একটি বিলে এমপিদের সমর্থন জানানোকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন মে সরকারের এক মুখপাত্র। এর আগে স্থানীয় সময় সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে কাস্টমস ইউনিয়ন এবং নরওয়ে-পদ্ধতির ব্যবস্থাপনায় যুক্তরাজ্যকে একক বাজার ব্যবস্থায় রাখাসহ চারটি বিকল্প প্রস্তাবের ওপর ভোট হয়েছিল। কিন্তু সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি একটি প্রস্তাবও। এই অচলাবস্থা কাটাতেই করবিনের সঙ্গে দেখা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে ব্রেক্সিটের চূড়ান্ত অনুমোদনের আগে জনগণের ভোটই পুরোপুরি বিশ্বাসযোগ্য প্রস্তাবনা হবে বলে মনে করছেন চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড।

ইনিউজ ৭১/এম.আর