
প্রকাশ: ৩ এপ্রিল ২০১৯, ২০:২৭

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এসএনসি লাভালিন কেলেঙ্কারির ঘটনায় সাবেক দুই মন্ত্রীকে দল থেকে বহিষ্কার করেছেন। মঙ্গলবার তিনি তাদের বহিষ্কারের ঘোষণা দেন। জাস্টিন ট্রুডো বলেন, সাবেক আইনমন্ত্রী জোডি উইলসন-রেবো এবং ট্রেজারি বোর্ডের সাবেক প্রধান ফিলপট এমপি হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন। একই সঙ্গে তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে দল থেকে তাদের প্রার্থিতা নিষিদ্ধ করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর