সাবেক দুই মন্ত্রীকে বহিষ্কার করলেন ট্রুডো

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ৩রা এপ্রিল ২০১৯ ০২:২৭ অপরাহ্ন
সাবেক দুই মন্ত্রীকে বহিষ্কার করলেন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এসএনসি লাভালিন কেলেঙ্কারির ঘটনায় সাবেক দুই মন্ত্রীকে দল থেকে বহিষ্কার করেছেন। মঙ্গলবার তিনি তাদের বহিষ্কারের ঘোষণা দেন। জাস্টিন ট্রুডো বলেন, সাবেক আইনমন্ত্রী জোডি উইলসন-রেবো এবং ট্রেজারি বোর্ডের সাবেক প্রধান ফিলপট এমপি হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন। একই সঙ্গে তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে দল থেকে তাদের প্রার্থিতা নিষিদ্ধ করা হয়েছে।

সম্প্রতি নির্মাণ সংস্থা এসএনসি লাভালিন সংক্রান্ত নতুন নথি সামনে আসার পরই এ বিষয়ে নড়েচড়ে বসেন কানাডার প্রধানমন্ত্রী। আর এসব নথি প্রকাশ করেছেন তার সরকারের সাবেক আইনমন্ত্রী জোডি উইলসন-রেবোল্ড। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতির তদন্ত থেকে সংস্থাটিকে রক্ষা করতে চাপ দেয়া হয়েছিল। নিজের দাবি প্রমাণের জন্য এ সংক্রান্ত একটি ফোনকলের রেকর্ডিং ও অন্য নথি কানাডার হাউস অব কমন্সে সংশ্লিষ্ট কমিটির কাছে জমা দিয়েছেন ট্রুডোর সাবেক আইনমন্ত্রী।

কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, লিবিয়ায় প্রকল্প পেতে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুয়াম্মর গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে তারা অনৈতিকভাবে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন। বিদেশিদের ঘুষ দিয়ে প্রকল্প পাওয়ার এমন চেষ্টা কানাডার আইনে দণ্ডনীয় অপরাধ।

ইনিউজ ৭১/এম.আর