ইসরাইলের তেলআবিবে রকেট হামলায় ছয়জন আহত হয়েছেন। এ হামলায় কয়েকটি বসতবাড়িসহ অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার সকালে এ হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। ২০১৪ সাল থেকে ফিলিস্তিনিরা নিজ দেশে ফেরার আন্দোলন শুরু করে। এতে দেশটির হামাস নেতৃত্ব দিচ্ছে বলে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়। উত্তর তেলআবিবে এ হামলার ঘটনা ঘটে। তবে এ হামলার সময় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটনে রয়েছেন বলে রয়টার্সের খবরে জানানো হয়। মাগেন ডেভিড আডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, এ হামলায় ছয়জন আহত হয়েছেন।
এদিকে টিভির খবরে হামলার ছবি প্রকাশ করা হয়। এতে একটি বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ দেখানো হয়। পুলিশ এ হামলার ঘটনা শিকার করে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যামানুয়েল নাহশন বলেন, গাজা থেকে রকেট হামলা চালানো হয়েছে। তবে এ হামলার ব্যাপারে ইসরাইলের হারেৎজ অনলাইন জানায়, রকেট হামলায় সাতজন আহত হয়েছেন। সোমবারের হামলার ঘটনায় নেতানিয়াহুর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।