
প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ২০:৫৪

নিউজিল্যান্ডের মসজিদে এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর বর্বর হামলার পর আজ শনিবার এই প্রথমবারের মতো ক্রাইস্টচার্চের প্রধান মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে শুরু করেছেন। এদিকে ভয়াবহ হত্যাযজ্ঞের পর দেশটিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অস্ট্রেলীয় বংশোদ্ভূত বন্দুকধারী ব্রেন্টন ট্যারান্ট জুম্মার দিনে মুসল্লিদের ওপর ভয়াবহ হামলা চালানোর পর তদন্ত ও নিরাপত্তাজনিত কারণে এতোদিন আল নুর মসজিদ পুলিশের নিয়ন্ত্রণে ছিল। এ ছোট মসজিদে গত শুক্রবার নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলায় ৫০ জন নিহত হয়। এদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।

ইনিউজ ৭১/এম.আর