নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওটাগোর ডানেডিন আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাসদৃশ একটি প্যাকেটের সন্ধান পাওয়ার পর বিমানবন্দরটি সাময়িক বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। বিমানবন্দরে বোমা বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।রবিবার স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটের দিকে এক বিবৃতিতে পুলিশ ওই বিমানবন্দরে বোমাসদৃশ প্যাকেট পাওয়ার তথ্য নিশ্চিত করে বলে এক প্রতিবেদনে জানায় দেশটির ইংরেজি দৈনিক ওটাগো ডেইলি টাইমস।গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক শ্বেতাঙ্গেউগ্রবাদীর বন্দুক হামলায় ৫০ জন নিহত ও ৪০ জন গুরুতর আহত হয়। এর নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন।এই হত্যাযজ্ঞের রেশ কাটতে না কাটতে এবার বিমানবন্দরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ল।দেশটির পুলিশের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় রোববার রাত ৮টা ১০ মিনিটে ওই বোমাসদৃশ প্যাকেটের খবর পান তারা। এরপর দেশটির প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়। বিমানবন্দর এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে।