গত ১৪ ফ্রেবুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুল ওয়ামাতে এক জঙ্গির আত্মঘাতী হামলায় দেশটির ৪২ জনের বেশি জওয়ান নিহত হয়। আর এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ। এর জেরে ভারত- পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এ হামলার জন্য পাকিস্তানকে দায় করে ভারত। তবে পাকিস্তান তা অস্বীকার করেছে বরাবরই। এরপরই পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে ভারতে দুটি বিমান ভূপাতিত করে পাকিস্তান এবং একজন পাইলটকে আটক করে। পরে তাকে ছেড়ে দেয়। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও কমেনি।
এদিকে, ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শীর্ষ নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন, আর মাত্র ৭ বছর পর অর্থাৎ ২০২৫ সালের পর পাকিস্তান ভারতের অংশ হয়ে যাবে।
শনিবার (১৬ মার্চ) কাশ্মীর ইস্যুতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ইন্দ্রেশ কুমার বলেন, ১৯৪৭ সালের আগে পাকিস্তান ছিল না। ১৯৪৫ সালের আগে মানুষজন পাকিস্তানকে হিন্দুস্তানের অংশ বলতো। ২০২৫ সালের পর এটি আবারও হিন্দুস্তানের অংশ হয়ে যাবে। তিনি আরও বলেন, লিখে রাখুন, পাঁচ-সাত বছর পর করাচি, লাহোর, রাওয়ালাপিন্ডি ও শিয়ালকোটে ঘরবাড়ি কিনতে বা ব্যবসা করতে পারবেন আপনারা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।