
প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ১৮:২৪

ইসরাইলের সেনাবাহিনী ২৪ ঘন্টায় গাজার শতাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে। শুক্রবার রাতে ইসরাইলি বাহিনী নিজেই এ তথ্য জানিয়েছে। তারা দাবি করেছে, গাজা উপত্যকা থেকে তেল আবিবে দু`টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর বোমা হামলা করা হয়েছে। জঙ্গিবিমান থেকে এসব বোমা ফেলা হয়। তবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গাজা থেকে তেল আবিবে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় নি।

ইনিউজ ৭১/এম.আর