নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার আল নূর মসজিদ ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলাকে দেশটির সবচেয়ে ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। সেইসাথে সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে খুব শিগগিরই জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। গণমাধ্যমের সামনে কথা বলার সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে খুবই হতাশ দেখা গেছে। এ ঘটনার পরে নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবকিছুই করা হবে বলেও জানা তিনি।
পুরো দেশেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং পুলিশের সবাই সতর্ক অবস্থানে রয়েছে। কিছু সময়ের জন্য দেশটির মসজিদগুলোতে প্রবেশ করতে নিষেধ করেছে পুলিশ। এ ঘটনায় একজন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ৩০ জন নিহতের খবর জানিয়েছে নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যম। হামলাকারী ফেসবুক লাইভ চালু করে হামলা চালায়, সেই লাইভ ভিডিও থেকে হামলাকারীর ছবি প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। হামলাকারী এজন বর্ণবাদী অস্ট্রেলিয়ান বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।