নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি নয় বরং দুইটি মসজিদে হামলা চালানো হয়েছে। প্রথমে আল নূর নামের একটি মসজিদ এবং পরবর্তীতে লিনউড নামের একটি মসজিদে হামলা চালায় ওই বন্দুকধারী। শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের স্থানীয় সময় জুম্মার নামাজের সময় ওই হামলা চালানো হয়। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কালো পোশাক পরা এক ব্যক্তি হেলমেট পরে একটি মেশিনগান নিয়ে মসজিদে প্রবেশ করে হামলা চালায়। আল নূর মসজিদে হামলার পরই লিনউড নামের এক মসজিদে দ্বিতীয় হামলা চালানো হয়।
এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এতে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে এই হামলার পর ক্রাইস্টচার্চের বাসিন্দাদের বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া তাদের প্রার্থনার জন্য আপাতত মসজিদে যেতেও নিষেধ করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।