ভারতের মুম্বাই শহরে ফুটওভার ব্রিজ ধসে পড়ে ২৩ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মুম্বাই শহরের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি ফুটওভার ব্রিজ ধসে এ দুর্ঘটনা ঘটে।এক টুইটার বার্তায় পুলিশ জানিয়েছে, রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের উত্তর দিকের শেষ প্রান্ত থেকে টাইমস অব ইন্ডিয়ার ভবন সংলগ্ন বিটি লেনে সংযুক্ত ব্রিজটি ধসে পড়ে ২৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।এ ঘটনায় স্থানীয় এলাকার ট্রাফিক জ্যাম বেড়ে গেছে। যাত্রীদের অন্য রোড দিয়ে চলাচল করতে অনুরোধ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের সিনিয়র কর্মকর্তারা রয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।