শনিবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'পাবুক'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৪ঠা জানুয়ারী ২০১৯ ১১:০২ পূর্বাহ্ন
শনিবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'পাবুক'

চীন সাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় 'পাবুক' ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে। ইন্দোনেশিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার ব্যাপক বৃষ্টি হয়েছে। ‘পাবুক’ আগামীকাল আন্দামান সাগরে ধেয়ে আসতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। আন্দামানের পর্যটকের জন্য জারি হয়েছে সতর্কবার্তা।আবহাওয়া অফিস জানাচ্ছে, ৫ জানুয়ারির পর এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ৬ জানুয়ারি রাতে বয়ে যাবে আন্দামান দ্বীপের উপর দিয়ে। এরপর সেটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আবার ঘুরে আসবে মিয়ানমারের দিকে। তারপর ৭ এবং ৮ তারিখ থেকে এটি দুর্বল হতে থাকবে।৫ জানুয়ারি থেকে আন্দামানে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নিকোবরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার থেকে ১৫০০ কিমি দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি।