ভোমরা বন্দরে সতর্কতা, নতুন ভাইরাস ঠেকাতে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি-সাতক্ষিরা
প্রকাশিত: রবিবার ১২ই জানুয়ারী ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন
ভোমরা বন্দরে সতর্কতা, নতুন ভাইরাস ঠেকাতে উদ্যোগ

চীন ও ভারত থেকে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) রোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে স্থলবন্দরে মেডিকেল ক্যাম্প স্থাপন করে ভারত থেকে আসা যাত্রী এবং পণ্যবাহী ট্রাকচালকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। পাঁচ সদস্যের মেডিকেল টিম যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করছে। কারও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।  


ইমিগ্রেশন বিভাগ যাত্রীদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছে এবং অন্যান্য সচেতনতামূলক পদক্ষেপ নিচ্ছে। আমদানিকৃত পণ্য এবং চালানও এই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ভোমরা বন্দরের মেডিকেল টিমের ইনচার্জ ডা. আব্দুস শহিদ জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ভাইরাস প্রতিরোধে এই উদ্যোগে যাত্রীদের মধ্যে সন্তোষ দেখা গেছে।  


সম্প্রতি চীন ও ভারতে শিশুদের মধ্যে এইচএমপিভি শনাক্ত হওয়ার পর থেকে ভাইরাসটি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূর্ববর্তী মহামারির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভোমরা বন্দরের এই উদ্যোগ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।