১৬ কেজির বোয়াল মাছ ৪৯ হাজার ৬০০ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ০৩:৪০ অপরাহ্ন
১৬ কেজির বোয়াল মাছ ৪৯ হাজার ৬০০ টাকায় বিক্রি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর কুশাহাটার চর এলাকা থেকে একটি ১৬ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছে। শনিবার (১১ জানুয়ারি) ভোররাতে মিরাজ শেখের বরশিতে মাছটি ধরা পড়ে। পরে সকালে মাছটি দৌলতদিয়া কেসমত মোল্লার মৎস্য আড়তে আনা হয় এবং সেখানে উন্মুক্ত নিলামে বিক্রির জন্য তোলা হয়।  


মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ৩১০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৬০০ টাকায় কিনে নেন। তিনি জানান, পদ্মার বোয়াল মাছের চাহিদা অনেক বেশি এবং এই মাছের জন্য প্রতিদিন বিভিন্ন ব্যবসায়ী নিলামে অংশ নেন।  


চান্দু মোল্লা আরও বলেন, "মাছটি কিনে নিয়ে আমি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩১৫০ টাকা কেজি দরে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি।"  


এভাবে পদ্মা নদীর ১৬ কেজি ওজনের বোয়াল মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী থেকে ঢাকার ব্যবসায়ীর কাছে পৌঁছেছে এবং ব্যবসায়ীরা লাভবান হয়েছে।