ভান্ডারিয়ায় ১৭ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪ ০৭:০৩ অপরাহ্ন
ভান্ডারিয়ায় ১৭ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা মাঠে ভান্ডারিয়া পৌর জামায়াত ইসলামী শাখার উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনে সভাপতিত্ব করেন ভান্ডারিয়া পৌর জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. আবুল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল আঞ্চলিক টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি মো. সিদ্দিকুল ইসলাম, এবং জেলা জামায়াতের সাবেক মজলিসে শূরা সদস্য মাওলানা হারুন অর রশিদ।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা জামায়াতের আমীর শরীফ আব্দুল জলিল, ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমীর মো. আমির হোসেন খান, সেক্রেটারি মাওলানা মোফাজ্জেল হোসাইন, শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম খান, এবং রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারি তমিজ উদ্দিন কাজল মিয়া।


সম্মেলনে উপজেলার ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার শতশত নারী-পুরুষ কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। নেতারা তাদের বক্তব্যে সংগঠনের আদর্শ ও কর্মপন্থা তুলে ধরেন এবং কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।


দীর্ঘ ১৭ বছর পর আয়োজিত এই কর্মী সম্মেলন এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় নেতারা জানান, সম্মেলনটি নতুন উদ্যমে দলীয় কার্যক্রমকে পরিচালনার পথ সুগম করবে।


সম্মেলনের শেষ পর্বে সকল নেতাকর্মী দেশ, জাতি, এবং সংগঠনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে সম্মেলনটি সুশৃঙ্খলভাবে সমাপ্ত হয়।