সিরাজের বেগম' পল্লবী দে'র রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৫ই মে ২০২২ ০৮:০০ অপরাহ্ন
সিরাজের বেগম' পল্লবী দে'র রহস্যজনক মৃত্যু

টেলি অভিনেত্রী পল্লবী দে'র রহস্যমৃত্যু। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে অভিনেত্রীর। কী কারণে এই মৃত্যু, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।


পল্লবীর টেলিভিশন যাত্রা খুব বেশিদিনের নয়। প্রথম বড় চরিত্র, কালারস বাংলা-র রেশমঝাঁপি-তে। তার পরেই বড় ব্রেক ছিল নায়িকার ভূমিকায় 'আমি সিরাজের বেগম'। ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। সিরাজের বেগম লুৎফার চরিত্রে পল্লবীকে মানিয়েছিলও ভারী সুন্দর।


ধীরেধীরে, টেলি জগতের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পল্লবী। কালার্স বাংলার 'রেশম ঝাঁপি', ‘কুঞ্জছায়া’, ‘আমি সিরাজের বেগম’-এর মতো ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। সেই তাঁরই মৃত্যুতে শোকের ছায়া টলি পাড়ায়।


বিস্তারিত আসছে ..