নোয়াখালীতে জাল ডলার ও টাকাসহ প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: বুধবার ২৫শে ডিসেম্বর ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ন
নোয়াখালীতে জাল ডলার ও টাকাসহ প্রতারক গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাটে বিপুল পরিমাণ জাল ডলার ও টাকা জব্দ করেছে যৌথবাহিনী। অভিযানে কবির উদ্দিন (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযুক্ত আরেক প্রতারক মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) পালিয়ে গেছেন।  


গত সোমবার রাতে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় ১৩ বান্ডেল (এক লাখ ৩০ হাজার) জাল ডলার এবং ২৫০টি এক হাজার টাকার (আড়াই লাখ) জাল নোট জব্দ করা হয়।  


এ বিষয়ে কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিকেলে আটককৃত ব্যক্তিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে জাল ডলার ও টাকা জব্দ করে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।”  


স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে বেশ কিছুদিন ধরে জাল টাকা ও ডলার তৈরির গোপন কর্মকাণ্ড চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় বাসিন্দারা অভিযানের ঘটনা প্রত্যক্ষ করেন।  


অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমাণ জাল মুদ্রা দেখে এলাকাবাসী হতবাক। তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এদিকে পলাতক আসামি মোহাম্মদ আতিক উল্যাহকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।  


জাল টাকা ও ডলার তৈরির এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।