কোনো দেশ চোখ রাঙালে চোখ উপড়ে ফেলব- সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: সোমবার ১৬ই ডিসেম্বর ২০২৪ ১০:৪২ অপরাহ্ন
কোনো দেশ চোখ রাঙালে চোখ উপড়ে ফেলব- সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশে কোনো উগ্রবাদের স্থান নেই এবং সকল রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ন্যায় ও সমতার ভিত্তিতে হবে। তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদিকে বলব, এটা বাংলাদেশ, এখানে যদি কেউ চোখ রাঙায়, তাহলে আমরা সেই চোখ উপড়ে ফেলব।’’


সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির বিজয় র‍্যালি শেষে তিনি এসব মন্তব্য করেন। সারজিস আলম একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘‘আমাদের দেশের নাগরিকদের মর্যাদায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব, কোনো একক শক্তি বা শক্তিধর রাষ্ট্রের চাপ সহ্য করব না।’’


আওয়ামী লীগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘‘৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের রাষ্ট্রীয় স্বার্থ বিসর্জন দিয়েছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই পথ অনুসরণ করতে চেয়েছিলেন, যেখানে নাগরিকদের দালাল বা দাসে পরিণত করার চেষ্টা ছিল। তবে ছাত্র-জনতা এসব হতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।’’ 


তিনি আরও বলেন, ‘‘দালাল বা দাস নয়, আমরা সবাই দেশের মর্যাদাবান নাগরিক হতে চাই। আমাদের প্রজন্ম কখনোই গণতন্ত্র ও স্বাধীনতা হরণ হতে দেবে না।’’ সারজিস আলম মন্তব্য করেন, বর্তমান সরকারের চেষ্টা দেশের জনগণকে নিয়ন্ত্রণে আনা, কিন্তু জনগণ এসব চাপ মেনে নেবে না। 


বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির আয়োজিত র‍্যালিতে সারজিস আলমের এই মন্তব্য রাজনৈতিক পর্যায়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে যে, জাতীয় নাগরিক কমিটি ভবিষ্যতে আরও শক্ত অবস্থান নেবে এবং দেশের স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।