হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ'লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪ ০৬:৪৫ অপরাহ্ন
হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ'লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন আ'লীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম (বোটর) কে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর হাকিমপুর থানায় দুই শিক্ষার্থী হত্যা মামলার অভিযোগ রুজু করা হয়। 


হাকিমপুর থানার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান নিশ্চিত করেছেন যে, ১২ ডিসেম্বর দুপুরে গ্রেফতারকৃত শরিফুল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, শরিফুল ইসলাম আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং তিনি ইউনিয়ন আ'লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুজন মিঞা জানিয়েছেন, গত ৫ আগস্টের সহিংসতায় দুই শিক্ষার্থীর হত্যার ঘটনায় পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামে অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া শরিফুল ইসলাম দুই শিক্ষার্থী হত্যার মামলায় অন্যতম অভিযুক্ত।


ওসি সুজন মিঞা আরও বলেন, "মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে এবং পুলিশ তাদের ধরতে তৎপর রয়েছে।" তিনি জানান, এখন পর্যন্ত শিক্ষার্থী হত্যা মামলায় ২১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে তিনজন এজাহারভুক্ত। 


এদিকে, স্থানীয় জনগণ এই হত্যার ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে সকল আসামিকে গ্রেফতার করে ন্যায্য বিচার নিশ্চিত করবে।


শিক্ষার্থী হত্যার এই ঘটনায় হাকিমপুরের স্থানীয় প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা বাড়ানোর জন্য এলাকাবাসীর মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।