ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হজ্জ, যা আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য জীবনে একবার ফরয। হজ্জের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি নিজের পাপ মোচন ও আত্মশুদ্ধি লাভ করে।
আল কোরআনে বলা হয়েছে, “মক্কা শরীফ পর্যন্ত পৌঁছাতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর জন্য হজ্জ আদায় করা ফরয।” (সূরা আল ইমরান, আয়াত: ৯৭)। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে আল্লাহর জন্য হজ্জ আদায় করলো এবং পাপ থেকে মুক্ত থাকলো, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে।” (সহীহ বুখারী)
হজ্জের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “যে ব্যক্তি হজ্জ করার ইচ্ছা করে, সে যেন দ্রুত তা সম্পন্ন করে। কারণ, ভবিষ্যতে তার কি হবে তা কেউ জানে না।” (ইবনে মাজাহ)
হজ্জের অন্যতম ফজিলত হলো, এটি পাপ মোচন ও দারিদ্র্য দূর করে। এ সম্পর্কে তিনি বলেন, “তোমরা বারবার হজ্জ ও উমরা আদায় কর, কারণ এগুলো পাপ মোচন ও দারিদ্র্য দূর করে।” (তিরমিজি)
আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত ও হজ্জের প্রতিটি ধাপে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। তালবিয়া পাঠ করার সময় পুরো সৃষ্টি জগৎ এ ইবাদতে শরিক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তালবিয়া পাঠ করলে ডানে-বামে যত গাছপালা, পাথর রয়েছে, সবই তালবিয়া পাঠ করতে থাকে।” (ইবনে মাজাহ)
হজ্জ ফরয হওয়ার পরে তা আদায়ে বিলম্ব করা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি হজ্জের সামর্থ্য থাকা সত্ত্বেও তা আদায় করে না, সে ইহুদী বা খ্রিস্টান হয়ে মারা গেলেও আমার কিছু যায় আসে না।” (তিরমিজি)
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হজ্জ পালনের সুযোগ দান করুন। আল্লাহুম্মা আমিন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।