দুবাইয়ে যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টাইগাররা। বাংলাদেশের পেস আক্রমণে পাকিস্তান ৩৭ ওভারে ১১৬ রানে অলআউট হয়। ফাইনালে পৌঁছাতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১১৭ রান।
পাকিস্তান ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে। প্রথম ওভারেই মারুফ মৃধার বলে শূন্য রানে ফেরেন ওপেনার উসমান খান। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শাহজাইব খানকেও শূন্য রানে আউট করেন মারুফ। এরপর অধিনায়ক সাদ বাইগ ও মোহাম্মদ রিয়াজুল্লাহ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও পেসার ইকবাল হোসেন ইমন তাদের আউট করে পাকিস্তানের ব্যাটিং লাইনকে ভেঙে দেন।
পাকিস্তান ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। ফারহান ইউসুফ (৩২) কিছুটা লড়াই করার চেষ্টা করলেও অন্য ব্যাটাররা কোনো প্রতিরোধ গড়তে পারেননি। পাকিস্তানের ইনিংস ১১৬ রানে থেমে যায়। ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন, আর মারুফ মৃধা ২৩ রানে শিকার করেন ২ উইকেট।
১১৭ রানের সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার ও কামাল সিদ্দিকী সুবিধা করতে পারেননি। ২০ রানে কামাল সিদ্দিকী শূন্য রানে আউট হন। এরপর ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। জাওয়াদ আবরার ২৫ বলে ১৭ রান করে ফিরে যান।
বর্তমানে ৯.৫ ওভার শেষে বাংলাদেশ দল ৪৮ রান করেছে। ক্রিজে রয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম (১২) ও মোহাম্মদ সিহাব (৩)। সহজ লক্ষ্যে পৌঁছে ফাইনালে জায়গা করতে বাংলাদেশ আশাবাদী। দেশের ক্রিকেটপ্রেমীদের এখন অপেক্ষা এই ম্যাচের ফলাফলের।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।