প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ২:৪৮
বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। তবে আর্জেন্টিনার জনগনের জন্য এবারের বড়দিন একদমই আলাদা। কারণ এক সপ্তাহ আগেই লিওনেল মেসিদের হাতে উঠেছে বিশ্বকাপ শিরোপা। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা হয়েই আর্জেন্টিনার জনগন বড়দিন উদযাপন করছে।
তাদের সেই আনন্দ যেন আরও বাড়িয়ে দিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পোস্ট করা একটি ভিডিও।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা ছেলে সিঁড়ি দিয়ে নেমে এলো। নামতে নামতে সে দেখে ক্রিসমাস ট্রি-র সামনে রাখা আছে লাল রংয়ের একটি বড় বাক্স। লাল ফিতায় বাঁধা বাক্সটি খুলতেই ছেলেটি হতবাক! কারণ বাক্সে তুলোর মধ্যে রাখা আছে বিশ্বকাপ শিরোপা! যেটা কয়দিন আগেই জিতে এনেছে লিওনেল মেসি বাহিনী। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার পর ছেলেটি বিশ্বকাপে হাতে তুলে একবার চুমু খেয়েই বলে ওঠে, 'ধন্যবাদ পাপা লিওনেল।
খ্রিস্ট ধর্মালম্বীদের বিশ্বাস অনুসারে, বড়দিনে শিশুদের জন্য উপহার নিয়ে আসেন সান্তা ক্লজ। এই সান্তা ক্লজ আর্জেন্টিনায় ‘পাপা নোয়েল’ নামে পরিচিত। সেটাকেই পরিবর্তন করে 'পাপা লিওনেল' বলা হয়েছে ভিডিওতে। যার দ্বারা বোঝানো হয়েছে, এই সান্তা ক্লজ আর কেউ নন- লিওনেল মেসি! যিনি আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দিয়েছেন। এদিকে মেসি তার বাড়ি রোজারিওতে বড়দিনের ছুটি কাটাচ্ছেন। কিন্তু বাড়ির সামনে ভক্ত-সমর্থকদের ভিড় লেগেই আছে।