প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ১৭:৫৭
বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় বাংলাদেশের সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে যাচ্ছে মেসিদের জন্মভূমি আর্জেন্টিনা। বাংলাদেশে দেশটির দূতাবাস চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
১৮ ডিসেম্বর বিশ্বকাপ জয়ের পর দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রেসিডেন্টও ফিরতি চিঠিতে বাংলাদেশের সরকারপ্রধান ও এ দেশের জনগণকে কৃতজ্ঞতা জানিয়েছেন। ওই চিঠিতে ২০২৩ সালে ঢাকায় দূতাবাস স্থাপন করার কথা জানানো হয়।
এরপরই আর্জেন্টিনার পক্ষ থেকে বাংলাদেশে দূতাবাস স্থাপন করার বিষয়টি জানানো হয়। আর্জেন্টিনার কাছাকাছি দেশ ব্রাজিলের ব্রাসিলিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ে আর্জেন্টিনার রাষ্ট্রপতি ও জনগণকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জবাবে আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের ঘোষণা দেন।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট মনে করেন, দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে।
আর্জেন্টাইন ফুটবলের বিশ্বজয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের প্রাণোচ্ছ্বল উদযাপনে আর্জেন্টিনার জনগণ ও রাষ্ট্রপতি অভিভূত হয়েছেন।