ইন্দোনেশিয়ার একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১০ জন শ্রমিক নিহত হয়েছেন।শুক্রবার (৯ ডিসেম্বর) দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশের একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, মিথেন গ্যাসের কারণে এমন বিস্ফোরণ ঘটেছে।
সংস্থার এক মুখপাত্র জানান, এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চারজন চাপা পড়লেও বেঁচে গেছেন বলেও জানান তিনি।
ইন্দোনেশিয়ার কয়লা খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়। চলতি বছরের সেপ্টেম্বরে বোর্নিও দ্বীপে একটি খনিতে ভূমিধসে অন্তত সাতজন মারা যান। এ ছাড়াও এপ্রিলে উত্তর সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ১২ খনিশ্রমিক ভূমিধসে নিহত হয়েছিল। সূত্র: এএফপি
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।