ভারতে বড় নাশকতার ছক, জঙ্গি আটক রাশিয়ায়!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ২২শে আগস্ট ২০২২ ০৭:২৫ অপরাহ্ন
ভারতে বড় নাশকতার ছক, জঙ্গি আটক রাশিয়ায়!

এক ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিকে আটক করেছে রাশিয়া।


ভারতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর ছকে ছিল সে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতে এসে শাসকদলের কোনও এক প্রতিনিধির ওপর হামলা করার ছক কষেছিল ওই জঙ্গি। 


বিবৃতিতে এও জানানো হয়েছে, ইসলামিক স্টেটের বিশ্বস্ত অনুগত হিসেবে শপথ নিয়েছিল জঙ্গিটি। শপথ নেওয়ার পরে তাকে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নথিপত্র গোছগাছ করে ভারতে গিয়ে হাই প্রোফাইল জঙ্গি হামলার নির্দেশ ছিল তার প্রতি। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের মতে, আইএস জঙ্গির আসল বাড়ি মধ্যপ্রাচ্যের কোনও এক দেশে।