প্রকাশ: ২১ জুলাই ২০২২, ২:৮
রাইসিনার লড়াইয়ে এগোচ্ছেন দ্রৌপদী। লোকসভা, রাজ্যসভার সাংসদ এবং দশ রাজ্যের বিধায়কদের ভোট মিলিয়ে দ্রৌপদী পেয়েছেন ১৩৪৯টি ভোট। যার ভোটমূল্য ৪,৮৩,২৯৯। অন্য দিকে, এখনও পর্যন্ত যশবন্তের প্রাপ্ত ভোট ৫৩৭। যার ভোটমূল্য ১,৮৯,৮৭৬।
রাষ্ট্রপতি নির্বাচনে আগেই সাংসদদের ভোটের গণনা হয়ে গিয়েছিল। এখন চলছে রাজ্য ধরে গণনা।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে এখন পর্যন্ত ১৫ জন সাংসদের ভোট বাতিল হল। ভুল ভাবে ব্যালট পেপারে দাগ দেওয়ার কারণেই ভোটগুলি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।