https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সংকটের মধ্যেই শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা নিয়োগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ৩:৬

শেয়ার করুনঃ
সংকটের মধ্যেই শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা নিয়োগ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নতুন মন্ত্রিসভায় ১৭ জন মন্ত্রী নিয়োগ করেছেন। এর মধ্যে রাজাপাকসে পরিবারের একমাত্র সদস্য হিসেবে স্থান ধরে রেখেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

সোমবার (১৮ এপ্রিল) সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি দ্বীপরাষ্ট্রটিতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

চলতি মাসের শুরুতে হাজার হাজার মানুষ দেশব্যাপী জরুরি অবস্থা ও কারফিউ অমান্য করে এবং সরকারের নিন্দা জানিয়ে রাস্তায় বিক্ষোভে করে। এর মধ্যেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া এবং তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেন।

প্রেসিডেন্ট বিরোধী দলের সদস্যদের নিয়ে জাতীয় ঐক্যের মন্ত্রিসভা গঠন করার জন্য আগের মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন। কিন্তু বিরোধীরা অবশ্য ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সোমবার ১৭ সদস্যের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। এর অর্থ হলো পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্য চামাল রাজাপাকসে এবং মাহিন্দার ছেলে নমাল রাজাপাকসের মন্ত্রিসভায় স্থান হয়নি। তারা দুজনেই মন্ত্রিপরিষদে মন্ত্রী ছিলেন। এ ছাড়া ভাতিজা শশীন্দ্র ছিলেন একজন প্রতিমন্ত্রী।

দেশজুড়ে অর্থনীতির ভুল পরিচালনার জন্য প্রেসিডেন্ট এবং তার পরিবারের সদস্যদের পদত্যাগে বাধ্য করতে যখন বিক্ষোভ হচ্ছে, তখন শপথ নিলো নতুন মন্ত্রিসভা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভের পর থেকে শ্রীলঙ্কা বর্তমানে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি।

এই অর্থনৈতিক সংকট দ্বীপরাষ্ট্রটিতে একটি রাজনৈতিক অস্থিরতারও সূত্রপাত করেছে। বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঘাটতির কারণে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে দেশটির নাগরিকরা কয়েক সপ্তাহ ধরে রাস্তায় বিক্ষোভ করছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সূত্র : পিটিআই

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বিক্ষোভে উত্তাল পরিবেশ, ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে সমাবেশ

যুক্তরাষ্ট্রে বিক্ষোভে উত্তাল পরিবেশ, ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে সমাবেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের হাওয়া বইছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন পদক্ষেপ, যেমন সরকারি কর্মচারীদের ব্যাপক ছাঁটাই এবং নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের কারণে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে।  শনিবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে এক হাজার ২০০ বিক্ষোভের আয়োজনের কথা ছিল। এটি ছিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক দিনের সবচেয়ে

সিরিয়ায় ইসরায়েলের হামলা: তুরস্ক সংঘাতে না জড়ানোর অবস্থানে

সিরিয়ায় ইসরায়েলের হামলা: তুরস্ক সংঘাতে না জড়ানোর অবস্থানে

গত ডিসেম্বরে সিরিয়ার শাসনের পালাবদলের পর থেকে দেশটির সামরিক স্থাপনায় নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের এই হামলাগুলো সিরিয়ার নতুন সরকারকে সামরিকভাবে দুর্বল করতে সহায়ক হচ্ছে এবং দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল করে তুলছে। যদিও তুরস্ক সিরিয়ার নতুন সরকারের ঘনিষ্ঠ মিত্র, তবে তারা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, সিরিয়া এবং

গাজায় পানির তীব্র সংকট, বন্ধ ৭০ শতাংশ সরবরাহ

গাজায় পানির তীব্র সংকট, বন্ধ ৭০ শতাংশ সরবরাহ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও এক মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী গাজায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কোম্পানি মেকোরোট থেকে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উপত্যকায় প্রায় ৭০ শতাংশ পানি সরবরাহে ব্যাঘাত ঘটেছে।   [https://enews71.com/storage/hQVaOohTtC99NsvqYki75eaFU15ugOlBYIYADnTp.png]Unknown-23.jpg 744.51 KB [https://enews71.com/storage/hQVaOohTtC99NsvqYki75eaFU15ugOlBYIYADnTp.png] গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না জানান, পূর্ব গাজা শহরের শুজাইয়া পাড়ায় প্রধান

সিরিয়ায় ইসরাইল-তুরস্ক উত্তেজনা,আসছে সামরিক সংঘাত!

সিরিয়ায় ইসরাইল-তুরস্ক উত্তেজনা,আসছে সামরিক সংঘাত!

সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রণাধীন বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরাইলের টানা হামলায় তুরস্ক ও ইসরাইলের মধ্যে সামরিক সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।   সিরিয়ার সরকারি বার্তা সংস্থা এমএএএন জানিয়েছে, দেশটির অন্তত তিনটি তুরস্ক-নিয়ন্ত্রিত বিমানঘাঁটি ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘাঁটিগুলো সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারার সেনাবাহিনীর সঙ্গে যৌথ

১২ বছর পর আবারও বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সংলাপ

১২ বছর পর আবারও বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সংলাপ

চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৫ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান এ তথ্য জানিয়েছে। ২০১২ সালের পর এটিই হবে দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপ।   সূত্রে জানা গেছে, পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আমনা বালোচ। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বদানকারীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।   এই সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার,