ইউক্রেনে শিশুসহ ১৩৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ২রা মার্চ ২০২২ ১০:২৪ পূর্বাহ্ন
ইউক্রেনে শিশুসহ ১৩৬ জন নিহত

ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত হয়েছে।মঙ্গলবার (১ মার্চ) জাতিসংঘ এ তথ্য জানায়।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল জানান, ২৬ শিশুসহ আরও ৪০০ বেসামরিক লোক আহত হয়েছে।


থ্রোসেল বলেন, হতাহতের এই পরিসংখ্যান আমরা যাচাই করতে পেরেছি। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।তিনি আরও বলেন, বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক অস্ত্র যেমন ভারী কামান থেকে গোলা নিক্ষেপ, রকেট হামলা ও বিমান হামলা করার কারণে।


ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এর চেয়ে বেশি হতাহতের পরিসংখ্যান জানিয়েছে। রাশিয়া হামলা শুরু করার পর থেকে ৩৫২ জন বেসামরিক লোক মারা গেছে এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


এদিকে, আজ রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধি দলের দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা।


এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া প্রচণ্ড লড়াইয়ের পাঁচ দিনে রাশিয়ার পাঁচ হাজার ৭০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।