এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তরে প্রস্তুত যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ১৫ই ডিসেম্বর ২০২১ ১০:১৬ অপরাহ্ন
এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তরে প্রস্তুত যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রয়ে এখনো যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।


বুধবার (১৫ ডিসেম্বর) মালয়েশিয়া সফরকালে তিনি বলেন, আমিরাত সরকার যদি আগ্রহী হয়, তবে যুক্তরাষ্ট্র তাদের কাছে যুদ্ধবিমান বিক্রয়ে সম্মত রয়েছে।


আমিরাতকে বিমান সরবরাহে মার্কিন শর্ত নিয়ে জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। তবে জানিয়েছেন, আমরা নিশ্চিত করতে চেয়েছি, ইসরায়েল যাতে সামরিকভাবে এগিয়ে থাকে।


অ্যান্থনি ব্লিংকিন বলেন, আমরা নিশ্চিত করতে চেয়েছি যে আঞ্চলিক অংশীদারদের কাছে হস্তান্তর করা যে কোনো প্রযুক্তির যাতে একটি পরিপূর্ণ পর্যালোচনা করা হয়।


এমন এক সময় তিনি এই মন্তব্য করেন, যখন যখন ওয়াশিংটনে আমিরাতের দূতাবাস বলছে, তারা দুই হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের চুক্তিটি নিয়ে আলোচনা স্থগিত করে দিচ্ছেন।


চীনের সঙ্গে আবুধাবির সম্পর্ক নিয়ে ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে। এতে লকহিড মার্টিনের নির্মিত ৫০টি এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয় আলোচনাও স্তিমিত হয়ে পড়েছে।


যৌথ প্রতিরক্ষা নিরাপত্তা শর্ত নিয়ে তিনি আরও বলেন, অত্যাধুনিক প্রতিরক্ষা প্রয়োজন মেটাতে আমিরাতের অগ্রাধিকারে রয়েছে যুক্তরাষ্ট্র। এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয় নিয়ে আলোচনা ভবিষ্যতে আবারো শুরু হবে।


অস্ত্র ক্রয় নিয়ে ব্রিফ করতে গিয়ে এক কর্মকর্তা বলেন, আমিরাত ও যুক্তরাষ্ট্রের  মধ্যকার আলোচনা কয়েকমাস ধরে আটকে আছে। কীভাবে রাডারের চোখ ফাঁকি দিতে পারা এই বিমান মোতায়েন করা হবে, আমিরাতকে কতটি এই অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহ করা হবে—এসবের মধ্যে আলোচনা ঘোরাফেরা করছে।