১৫ নভেম্বর থেকে খুলছে পশ্চিমবঙ্গের সব-স্কুল কলেজ, ঘোষণা মমতার

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ২৫শে অক্টোবর ২০২১ ০৬:৫১ অপরাহ্ন
১৫ নভেম্বর থেকে খুলছে পশ্চিমবঙ্গের সব-স্কুল কলেজ, ঘোষণা মমতার

আগামী ১৫ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল-কলেজ খোলার নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 


সোমবার রাজ্যটির শিলিগুড়ির উত্তরকন্যায় অনুষ্ঠিত প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মমতা। 


মুখ্যসচিবকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘৪ নভেম্বর কালীপূজা, ৬ তারিখ ভাই ফোঁটা, ১০ ও ১১ তারিখ ছোট পূজা এবং ১৩ নভেম্বর জগদ্বাত্রী পূজা। তাই ১৫ নভেম্বর থেকে স্কুল-কলেজ খোলার বিষয়টি ভেবে দেখতে হবে। তার আগে স্কুল-কলেজগুলি পরিষ্কার (স্যানিটাইজেশন) করতে হবে। সেগুলিও মাথায় রাখতে হবে।’