হঠাৎ করেই পদত্যাগ করেছে কুয়েতের পুরো সরকার। প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদসহ মন্ত্রিসভার সবাই দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবেরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে আমির তা গ্রহণ করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। সোমবার (৮ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বিরোধী সাংসদদের সঙ্গে বিরোধের জেরেই একাজ করেছে কুয়েতের সরকার। বিরোধীরা করোনা ভাইরাসের আক্রমণ ও দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাচ্ছিলেন। এমন ঘটনা চলতি বছর দুইবার ঘটলো। গত জানুয়ারিতে তৎকালীন সরকার পদত্যাগ করার পর মার্চে আল খালিদের নেতৃত্বে ফের সরকার গঠিত হয়।
কুয়েতে রাজনৈতিক দল গঠনের অনুমতি নেই। তবে গালফ অঞ্চলের অন্যান্য রাজতান্ত্রিক দেশগুলোর চেয়ে এটির আইনসভার ক্ষমতা তুলনামূলক বেশি। আইন পাস ও রদসহ অনাস্থা ভোটের প্রস্তাব আনার ক্ষমতাও আছে কুয়েতি আইনসভার।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।