প্রিয়াঙ্কার মেঝে ঝাড়ু দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এনডিটিভি ওই ভিডিও প্রকাশ করে জানিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী তাদের বলেছেন, ওটা ছিলো আমার রুম। আমি নিজের রুম পরিষ্কার রাখতে পছন্দ করি।
প্রিয়াঙ্কার টিমের একজন সদস্য সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, তাঁকে যে রুমে রাখা হয়েছে সেটি খুবই নোংরা ছিলো। ফলে তিনি নিজেই নিজের রুম পরিষ্কার করেন।
সোমবার (৪ অক্টোবর) ভোরে প্রিয়াঙ্কা গান্ধী এবং একদল কংগ্রেস নেতাকে লাখিমপুরের খেরি যাওয়ার পথে আটক করা হয়।
কংগ্রেসের শেয়ার করা আরেকটি ভিডিওতে প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশের পুলিশ কর্মকর্তাদের সংগে তর্ক করতে দেখা গেছে। তিনি আটকের পরোয়ানা দেখার দাবি করেন। কংগ্রেস অভিযোগ করেছে, বিবাদের সময় দলীয় নেতাদের সংগে পুলিশের হাতাহাতি হয়েছিলো।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।