প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ৫:১০
চীন বলছে, তালেবানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ রাখতে তারা প্রস্তুত। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারকে হটিয়ে তালেবানরা ক্ষমতা দখল করার একদিন পর এ প্রতিক্রিয়া জানালো চীন। সোমবার আল জাজিরা এ খবর জানায়।
|আফগানিস্তানের ক্ষমতাগ্রহণের পর অন্য দেশগুলোর সঙ্গে তালেবানের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এ প্রেক্ষাপটে চীনের মুখে নরম সুর শোনা যাচ্ছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরকালে তালেবানদের সতর্ক করে বলেছিলেন, তালেবানরা ক্ষমতায় গেলে আফগানিস্তান একঘরে রাষ্ট্রে পরিণত হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘স্বাধীনভাবে নিজেদের ভাগ্য নির্ধারণে আফগানদের অধিকারকে সম্মান জানায় চীন এবং উন্নয়ন অব্যহত রাখতে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামুলক সম্পর্কের মাধ্যমে সেখানে কাজ চালিয়ে যাবে চীন।’