প্রকাশ: ২২ জুলাই ২০২১, ১৬:১৩
এসওপি অমান্য করে ঈদের নামাজ আদায়ের অভিযোগে ৪৮ বাংলাদেশিকে রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার পেনাং রাজ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) অমান্য করে ঈদের নামাজ আদায়ের অভিযোগে ৪৮ বাংলাদেশিকে রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ।
এর আগে মঙ্গলবার তাদেরকে আটক করে মালয়েশিয়া পুলিশ।
মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে ১০০ মানুষকে জামাতে নামাজ আদায়ের অনুমতি দেয় কর্তৃপক্ষ।
এ সময় মসজিদে প্রবেশ করতে পারেননি এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। তাদের বেশিরভাগই বাংলাদেশি।
আটকের পর তাদেরকে প্রথমে আদালতে সোপর্দ করা হয়। পরে বুকিত মেরজাতম ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী রেজিস্টার হাসলিজা রাজাক তাদের পৃথক রিমান্ডের আদেশ দেন। আদালতের নির্দেশে তাদেরকে ৩ দিন এবং ৪ দিন করে রিমান্ডে নেওয়া হয়।
সরকারের আইন ভেঙে স্বাস্থ্যবিধি না মেনে নামাজ আদায়ের এ দৃশ্যের ভিডিও স্থানীয় একজন নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করলে দ্রুতই তা ভাইরাল হয়ে যায়। সেটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে তা প্রশাসনের নজরে আসে।
পরে প্রশাসনের চালানো অভিযানে আটক হয় প্রবাসী বাংলাদেশিরা।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন কড়া নির্দেশনা দিয়ে জানান, এ ঘটনায় আটককৃতদের কোনও ছাড় দেয়া হবে না। প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হবে।