যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বাটলার কাউন্টিতে সড়ক দুর্ঘটনায় ৯ শিশুসহ ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটার দিকে ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
বাটলার কাউন্টির করোনার ওয়েন গারলক জানান, গ্রিনভিল শহরের পাশের একটি ব্যস্ত মহাসড়কে (৬৫ নম্বর ইন্টারসেকশন) অন্তত ১৮টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তীব্র বাতাস আর ভেজা রাস্তার কারণে গাড়িগুলো সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি গাড়িতে থাকা ৪ মাস থেকে ১৭ বছর বয়সী ৮ শিশু রয়েছে। এছড়াও নিজের গাড়িতে ২৯ বছর বয়সী এক বাবা ও তার ৯ মাস বয়সী কন্যাশিশু নিহত হয়েছে।
আলাবামা রাজ্যের গভর্নর কে আইভেই বলেছেন, এই বিধ্বংসী দুর্ঘটনা আলাবামার জন্য একটি ‘করুণ দিন’ হিসেবে চিহ্নিত হয়েছে।
নিহত আট শিশু তাল্লাপুসা কাউন্টি গার্লস র্যা ঞ্চেস এর একটি গাড়িতে ছিল। প্রতিষ্ঠানটি অনাথ, অবহেলিত ও নির্যাতিত কন্যাশিশুদের লালন-পালন করে থাকে।
অলাভজনক প্রতিষ্ঠানগুলোর দেখভাল করা আলাবামা শেরিফ ইয়ুথ রযাী ঞ্চেস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, আজ আমরা গভীরভাবে শোকাহত। র্যা ঞ্চ পরিবার বড় এক ক্ষতির মধ্যে পড়েছে। আমাদের একটি গাড়ি দুর্ঘটনায় নয় শিশু নিহত হয়েছে। সূত্র: বিবিসি ও সিএনএন