প্রকাশ: ৫ জুন ২০২১, ৯:৫২
কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে ইমপিচ করার তদন্ত শুরু করতে চান। এজন্য সামনের বছর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার একটি আসন থেকে কংগ্রেসম্যান হয়ে স্পিকার হতে চান তিনি।
শুক্রবার অপরাহ্নে চরম ডানপন্থি হোস্ট ওয়ায়ের রুটকে প্রদত্ত সাক্ষাতকারে ট্রাম্প এই আভাস দেন এবং তা রেডিওতে প্রচারের পরই সারা আমেরিকায় তোলপাড় শুরু হয়েছে।
এমন সময়ে ট্রাম্প প্রতিহিংসাপরায়নের মনোভাব প্রকাশ করলেন যখন ফেসবুক তাকে দু’বছরের জন্যে নিষিদ্ধ করার ঘোষণা দেয়। কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পকে প্রার্থী হবার প্রস্তাব সর্বপ্রথম গত ফেব্রুয়ারিতে বস্টন রিপাকানদের এক অনুষ্ঠানে উত্থাপন করেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানোন।
স্টিভের যুক্তি অনুযায়ী ট্রাম্প ফ্লোরিডা থেকে রিপাবলিকান প্রার্থী হলে বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। শুধু তাই নয়, ট্রাম্পের কারণে রিপাবলিকান পার্টির প্রার্থীগণের বিজয়ও ত্বরান্বিত হবে বলে উল্লেখ করেছেন ব্যানোন।
রেডিও হোস্ট রুট প্রসঙ্গটি এমনভাবে উপস্থাপন করেন যে, উত্তরে ট্রাম্প পুরো সাঁয় দিয়ে বলেন, ‘তাই নাকি। তাহলে তো খুবই মজার ব্যাপার হবে।’ রুট এরপর ট্রাম্পকে উষ্কে দিয়ে বলেন, ‘এটি করুন। তাহলে আপনি হবেন জননায়ক।’
ট্রাম্প এ সময় আরো যোগ করেন, ‘ঠিক বলেছেন, খুবই মজার ব্যাপার হবে।’ ট্রাম্প রুটকে জানান, ‘এর আগে কয়েকজন রিপাবলিকান আমাকে ইউএস সিনেটে লড়ার পরামর্শ দিয়েছেন। তবে আপনার ধারণাটা মনে হচ্ছে অনেক ভালো। খুবই মজার হবে।