প্রকাশ: ১ মে ২০২১, ২১:৭
চীনে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন শতাধিক। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দেশটির নানটং সিটিতে এই শিলা বৃষ্টি হয়।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতোমধ্যেই চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানটং সিটির তিন হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
দুর্যোগের সময় বাতাসের গতিবেগ ছিল নদী তীরবর্তী এলাকায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রায় ১৭০ কিলোমিটার। এসময়ে সাগরে মাছ ধরার নৌকা উল্টে গিয়ে ১১ জেলের মৃত্যু হয়।
এদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে শহরের ট্রাফিক সেবা ব্যাহত হচ্ছে। এছাড়াও রাতভর পুরো পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বলে জানা গেছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১