প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১৬:২৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সরকারি বাসে বোমা হামলা হয়েছে। বৃহস্পতিবার সকালের এই হামলায় চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪ জন।রয়টার্সের খবরে বলা হয়, আফগানিস্তানে এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল যখন মস্কোতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে তালেবান নেতারা আফগান সরকারের সঙ্গে বৈঠক করছেন। এই বৈঠকের উদ্দেশ্য দেশটিতে ক্রমবর্ধমান সংঘাত কমিয়ে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেয়া।
আফগান সরকারের মুখপাত্র আব্দুল সামাদ হামিদ জানিয়েছেন, যে বাসটিতে হামলা হয়েছে, সেটি সরকারের তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের পরিবহনের কাজে ব্যবহৃত হতো। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে যখন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বাসে করে তাদের কার্যালয়ে যাচ্ছিলেন, তখনই দুষ্কৃতিকারীরা সেটিকে লক্ষ্য করে বোমা ছোড়ে।
আফগানিস্তানের পুলিশ বিভাগের কর্মকর্তারা নিহত এবং আহতদের সংখ্যা জানানো ব্যতীত বিস্তারিত তথ্য জানাননি।গত বছর সেপ্টেম্বর থেকে আফগান সরকারের সঙ্গে তালেবান নেতাদের যুদ্ধবিরতি ও শান্তি বিষয়ক সংলাপ শুরু হয়েছে। তবে এই সংলাপ চলার মধ্যেই সারাদেশে আক্রমণ বাড়িয়েছে তালেবান।
পাশাপাশি দেশটির সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সরকারী কর্মকর্তা-কর্মচারিদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের বিভিন্ন পর্যায়ে নিজেদের আধিপত্য বজায় রাখতেই এ পথ বেছে নিয়েছে তালেবান। বৃহস্পতিবারের এই হামলার জন্য তালেবানদের সরাসরি দায়ী করেছে আফগানিস্তান সরকার। তালেবানগোষ্ঠী অবশ্য এখনও এই হামলার দায় স্বীকার করে কোনো মন্তব্য করেনি।