ব্লকচেইনে মানবসম্পদ সমৃদ্ধ হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৯শে সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪৭ অপরাহ্ন
ব্লকচেইনে মানবসম্পদ সমৃদ্ধ হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লব চলে এসেছে- ব্লকচেইন চতুর্থ শিল্পবিপ্লবে ভূমিকা রাখবে। এর মাধ্যমে কিন্তু চাকরি চলে যাবে, আবার নতুন চাকরির সুযোগ তৈরি হবে। তবে মানবসম্পদ সমৃদ্ধ হবে। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘হার্নেসিং ব্লকচেইন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ব্লকচেইন টেকনোলজির বাস্তবায়ন হলে এটি আর্থিক খাতে দ্রুত বাস্তবায়ন করতে হবে। ক্রস বাউন্ডারি লেনদেনের ক্ষেত্রে এটি বেশ কার্যকর হতে পারে।

তিনি বলেন, উন্নয়নের স্মারক হিসেবে পদ্মা সেতু চালু হলে ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। ডাবল ডিজিট প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। এ জন্য উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে, নতুন প্রযুক্তি আনতে হবে। বর্তমান সরকার এ জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। সফলতাও দৃশ্যমান। অনুষ্ঠানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাগত বক্তব্য রাখেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছাড়াও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব ফরিদা নাসরিন।

ইনিউজ ৭১/এম.আর