
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৭

শিক্ষকতা পেশা ছেড়ে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাবির ইসমাইল। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। সাবির ইসমাইলের জন্মস্থান সিলেট সদরে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব