
প্রকাশ: ৩০ জুন ২০১৯, ১৯:৩৩

স্মার্টফোন ছাড়া যেন এখন চলেই না। বিনোদন কিংবা কাজের জন্য দিনের অনেকটা অংশ কাটে ফোনের পর্দায়। কিন্তু সারাদিন ফোন ব্যবহার করতে গেলে তো ফোনের ব্যাটারি টিকে থাকাও প্রয়োজন। তা না হলেই চার্জার, পাওয়ার ব্যাঙ্কের ঝক্কি তো রয়েছেই। আজ আপনাকের জানাবো এমন কিছু টিপস যা চিন্তায় রাখলে ব্যাটারি অনেক দিন ভালো থাকবে। দেখে নিন, ফোনের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে-
১) চার্জ দেওয়ার জন্য ফোনের সঙ্গে দেওয়া চার্জারটি ব্যবহার করুন। অন্য কোনও ফোনের চার্জার বা দোকান থেকে কেনা অন্য চার্জার যত সম্ভব কম ব্যবহার করুন।

ইনিউজ ৭১/এম.আর