প্রকাশ: ১ মে ২০২৫, ২২:৪৬
প্রযুক্তি জগতে নতুন মাইলফলক ছুঁয়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। বিশ্বব্যাপী চিপ সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ৩ ন্যানোমিটার (3nm) আকারের ল্যাপটপ প্রসেসর বাজারে আনল। ‘Intel Core Ultra 10’ নামে এই নতুন চিপটি আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে কোম্পানিটি, যা বিশেষভাবে এআই প্রযুক্তির জন্য অপ্টিমাইজড করা হয়েছে।