প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৩
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দাপট দিনদিন বাড়ছে। এই ধারায় এবার বড় পদক্ষেপ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা নিজেদের তৈরি করা কাস্টম এআই চিপ "টিপিউ ভ৫" (TPU v5) ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দেবে এবং ভবিষ্যতে অন্য কোম্পানিগুলোকেও তা ব্যবহারের সুযোগ করে দেবে।