মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নতুন শিক্ষাবর্ষের এক মাস পেরিয়ে গেলেও ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের হাতে এখনও পর্যন্ত কোনো বই পৌছায়নি। এই কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন মাদরাসায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, নতুন বই না পাওয়ায় শিক্ষার্থীরা নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত হচ্ছেন না। এমনকি ক্লাস পরিচালনায় শিক্ষকরা তেমন আগ্রহী হয়ে উঠছেন না, ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় বিরূপ প্রভাব পড়ছে।
উপজেলার বেশ কিছু মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জানাচ্ছেন, নতুন বই না পাওয়ায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা মাদরাসায় আসছেন না বা একেবারে কম আসছেন। কিছু কিছু প্রতিষ্ঠান পুরনো বই দিয়ে ক্লাস পরিচালনা করছে, তবে সেসব ক্লাসেও শিক্ষার্থীদের উপস্থিতি তেমন নেই। "আমরা পুরনো বই থেকে ক্লাস করতে ভালো লাগছে না,"—এমন মন্তব্য করেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের অভিযোগ, নতুন বই না পাওয়ার কারণে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে।
এদিকে, উপজেলা প্রাথমিক, নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতেও অনেক বই এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। তবে কিছু প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হলেও চতুর্থ শ্রেণির বই আসেনি এবং পঞ্চম শ্রেণির বই এখনও পাওয়া যায়নি। নিম্ন মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অধিকাংশ বই এখনও বিতরণ হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তাদের চাহিদা অনুযায়ী বই পাননি।
শ্রীমঙ্গল পৌর এলাকার হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা এখনও নতুন কোনো বই পাননি, যা তাদের জন্য হতাশাজনক। মাদরাসার শিক্ষকরা তাদের পুরনো বই দিয়ে দু-একটি ক্লাস পরিচালনা করলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা সাইফুর রহমান বলেন, "নতুন বই না আসলে ক্লাস সুষ্ঠু ভাবে পরিচালনা করা সম্ভব নয়। বই না পাওয়ার কারণে শিক্ষার্থীরা মাদরাসায় আসতে চাইছে না।"
শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন জানান, ইবতেদায়ি মাদরাসাগুলোর বই এখনো আসেনি, তবে অন্যান্য বিদ্যালয়গুলোতে বেশিরভাগ বই বিতরণ করা হয়েছে। তিনি বলেন, "বইয়ের সরবরাহে কিছু সমস্যা ছিল, তবে দ্রুততম সময়ের মধ্যে সব বই সরবরাহ করা হবে।"
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন জানিয়েছেন, এ বছর বই সরবরাহে কিছু দেরি হয়েছে, তবে সরকার দ্রুত বই ছাপানোর কাজ সম্পন্ন করছে এবং শিগগিরই অবশিষ্ট বইগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।