সরাইলে বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে মিছিল

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১৫ই জানুয়ারী ২০২৫ ০৯:০৪ অপরাহ্ন
সরাইলে বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে মিছিল

সরাইল উপজেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরে ঝাড়ু মিছিল ও পথসভা করেছেন দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সরাইল উপজেলা চত্বর থেকে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হয়।


পথসভায় বক্তারা সদ্য ঘোষিত ১০১ সদস্য বিশিষ্ট সরাইল উপজেলা বিএনপির কমিটিকে পকেট কমিটি ও বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে এই কমিটি বাতিল করার দাবি জানান। বক্তারা নতুন একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি করেন।


সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সরাইল কলেজের সাবেক ভিপি ওসমান খান, বিএনপির নেতা জয়নাল, আফজাল হোসেন, শফিকুল ইসলাম খন্দকার সেলু, যুবদলের সাবেক সভাপতি জহির উদ্দিন, নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খন্দকার মুন্না, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার এবং খোকন।


সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু জানান, "সরাইল উপজেলা বিএনপি দলীয় ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত। নতুন কমিটিতে সবাইকে স্থান দেওয়া সম্ভব হয়নি। এতে যারা পদবঞ্চিত হয়েছেন, তাদের ধৈর্য ধারণ করা উচিত। কমিটির বিরুদ্ধে মিছিল বা সমালোচনা দলীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে।"


নবগঠিত কমিটির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর বলেন, "বিএনপির মতো একটি বড় দলে সবার নাম অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে পদবঞ্চিতদের এমন কিছু করা উচিত নয়, যা দলের ঐক্যে প্রভাব ফেলে। সবাইকে সরাইলের শান্ত রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।"


উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টেম্বর অনুমোদিত এই কমিটি চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ করা হয়। এরপর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।