ইবিতে তারুণ্যের জন্য রুম বরাদ্দের আশ্বাস উপ-উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক
রবিউল আলম-ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ০৫:৩২ অপরাহ্ন
ইবিতে তারুণ্যের জন্য রুম বরাদ্দের আশ্বাস উপ-উপাচার্যের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও মানবসেবামূলক সংগঠন ‘তারুণ্য’ এর কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নির্দিষ্ট রুম বরাদ্দের আশ্বাস দিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী। শনিবার দুপুর ১টায় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ১১৬ নম্বর কক্ষে তারুণ্যের আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।  


উপ-উপাচার্য বলেন, তারুণ্য সম্পূর্ণ অলাভজনক এবং মানবতার কল্যাণে কাজ করছে। তাদের সেবামূলক কার্যক্রম ক্যাম্পাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য একটি নির্দিষ্ট রুম প্রয়োজন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রশাসনের পক্ষ থেকে এই সহযোগিতা নিশ্চিত করা হবে।  


ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তরুণদের ভালো কাজে মনোযোগ দেওয়ার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, সৎ কাজ এবং মানবসেবার জন্য তরুণ বয়স উত্তম। তারুণ্যের সদস্যরা যে উদ্যম নিয়ে কাজ করছে, তা অনুকরণীয়। ধর্মেও দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানোর নির্দেশনা রয়েছে।  


অনুষ্ঠানে তারুণ্যের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল গফুর গাজী, সংগঠনের উপদেষ্টা, এবং একাধিক স্বেচ্ছাসেবী তরুণ। অনুষ্ঠানে ১৬০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।