যে ভাবে টিউলিপ অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন
যে ভাবে টিউলিপ অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন

টিউলিপ সিদ্দিকের বিতর্কিত মন্তব্য ও সাংবাদিককে হুমকি নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। ২০১৭ সালে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক এক সাংবাদিককে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠে। শেখ হাসিনার শাসনামলে নিখোঁজ ব্যারিস্টার আরমানের বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিককে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। সেই সময় অন্তঃসত্ত্বা সাংবাদিক ডেইজি আইলিফকে নিয়ে মন্তব্য করায় বিতর্ক আরও ঘনীভূত হয়। 


সম্প্রতি দ্য টেলিগ্রাফে ভিডিওটি পোস্ট হওয়ার পর এ ঘটনা আবারও আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, টিউলিপ ওই সাংবাদিককে বলেন, “খুব সতর্ক থাকুন।” এ সময় তিনি নিজেকে ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন যে নিখোঁজ ব্যক্তির মামলা সম্পর্কে তার কোনো ধারণা নেই। 


ভিডিওর শেষ অংশে টিউলিপ সাংবাদিককে বলেন, “আশা করি, তোমার সন্তান ভালো থাকবে। কারণ, প্রসব খুব কঠিন।” এরপর টিউলিপের সহকারী সাংবাদিকদের ভিডিও বন্ধ করতে নির্দেশ দেন এবং তাদের প্রশ্নগুলোকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দেন। 


ঘটনার পর চ্যানেল-৪ নিউজের প্রধান সংবাদদাতা অ্যালেক্স থমসন টিউলিপের মন্তব্যকে হুমকিস্বরূপ বলে উল্লেখ করেন। তবে টিউলিপ দাবি করেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। 


ভুক্তভোগী সাংবাদিক ডেইজি আইলিফ সম্প্রতি এক্সে (পূর্বের টুইটার) তার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, টিউলিপ তার বিরুদ্ধে অফকম এবং পুলিশের কাছে অভিযোগ করলেও কোনো অভিযোগ টেকেনি। ভিডিও রেকর্ডের কারণে তিনি চাকরি হারানোর হাত থেকে রক্ষা পান। 


ব্যারিস্টার আরমানের স্ত্রীকেও হেনস্তার অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরমান জানান, টিউলিপকে প্রশ্ন করার কয়েক ঘণ্টার মধ্যেই আইনশৃঙ্খলাবাহিনী তার বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে এবং হুমকি দেয়। 


টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং বর্তমানে ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার। তার বিরুদ্ধে এই অভিযোগগুলো নতুন করে তার রাজনৈতিক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।