ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণে সম্প্রীতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘‘সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’’ স্লোগানে এ সমাবেশে অংশগ্রহণকারীরা একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার (২৮ ডিসেম্বর) বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করে ঠাকুরগাঁও জেলা পুলিশ। সমাবেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির উদাহরণ তৈরি করে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ।
অন্য বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম, জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার সাবেক আমির আব্দুল হাকিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ বর্মণসহ আরও অনেকে।
বক্তারা জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় বিগত দিনগুলোতে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আগামীতেও অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
বক্তারা সীমান্ত এলাকায় থাকা জনগণকে ভারতের অপ্রচার ও গুজব থেকে সচেতন থাকার পরামর্শ দেন। তাঁরা বলেন, এই ধরনের প্রভাব মোকাবিলা করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
সমাবেশে অংশগ্রহণকারী বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নে একত্রিত হয়ে কাজ করার বার্তা দেন। অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও সম্প্রীতির বন্ধন অক্ষুণ্ন রাখার অঙ্গীকার করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।