টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, চারজন নিহত- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বুধবার ১৮ই ডিসেম্বর ২০২৪ ০৫:৫২ অপরাহ্ন
টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, চারজন নিহত- স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 


তিনি জানান, সংঘর্ষের ঘটনায় চারজন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামের ৭০ বছর বয়সী বাচ্চু মিয়া এবং ঢাকার দক্ষিণখান এলাকার ৬০ বছর বয়সী বেলাল মিয়ার নাম জানা গেছে। বাকি দুই নিহতের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।


স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না।" তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সংঘর্ষের সাথে জড়িতদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেবে। 


এছাড়া, সাদপন্থীদের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ইজতেমার তারিখ সরকার বাতিল করেনি। তবে দুই পক্ষ যদি আলোচনা করে সমাধান করতে পারে, তাহলে সাদপন্থীরা ইজতেমায় অংশ নিতে পারবেন। তাদের উচিত আলোচনা করে সমস্যার সমাধান করা।"


মঙ্গলবার রাতে টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন। বিষয়টি এখন আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন রয়েছে। 


বিশ্ব ইজতেমা নিয়ে এই সংঘর্ষের পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে, এবং শিগগিরই সমাধানের জন্য আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।